Hindustan Times
Bangla

বলি নায়িকাদের উজ্জ্বল ত্বকের রহস্য এই ফলের শাস! দেখুন কীভাবে মাখবেন মুখে

পুজোর বাকি আর মাস দেড়েক। এখন থেকেই ঘরোয়া উপায়ে ত্বকচর্চা শুরু করে দিন। আর পেয়ে যান দাগহীন, উজ্জ্বল, মোলায়েম ত্বক। তবে এক্ষেত্রে মুখে আপনাকে মাখতে হবে কিউয়ি ফল। 

জাহ্নবী কাপুর থেকে অনন্যা পাণ্ডে, বলিউডের নিউএজ হিরোইনরা আজকাল ত্বক চর্চায় ব্যবহার করে থাকেন এই কিউয়ি ফল। 

কিউয়ি ফলের রং সবুজ এবং খোসা বাদামি। এই ফল ভিটামিন সি, ভিটামিন কে, পটাসিয়াম, ফাইবার এবং অন্যান্য পুষ্টিতে ভরপুর। সঙ্গে এটি ত্বকের জন্যও খুব উপকারী। 

কিউয়িতে থাকা ভিটামিন সি ত্বককে সতেজ ও উজ্জ্বল করে। সঙ্গে এই ফল ত্বকের রুক্ষতা দূর করে। এছাড়া ভিটামিন সি ত্বকের কোলাজেন বাড়ায়। যা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

কিউয়িতে রয়েছে ভিটামিন কে, যা ডার্ক সার্কেলের থেকে মুক্তি পেতেও সাহায্য করে। আর পটাসিয়াম ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। 

কিউয়ি দিয়ে ফেসপ্যাক বানাতে কী লাগবে?  একটি ছোট কিউয়ি, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ দই লাগবে ।

কীভাবে বানাবেন:  প্রথমে কিউয়ির খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবং সেগুলিকে ম্যাশ করে নিন। তার সঙ্গে মধু আর দই মিশিয়ে নিন।

কীভাবে লাগাবেন: কিউয়ি দিয়ে তৈরি ফেসপ্যাক মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন এবং ১৫-২০ মিনিট মুখে রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।