Hindustan Times
Bangla

এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে IIT। তানজানিয়াতে প্রথম  ভারতের বাইরে কোনও আইআইটি স্থাপিত হতে চলেছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবার তানজানিয়ার জানজিবারে স্থাপিত হবে।

জানা গিয়েছে, আইআইটি মাদ্রাজের একটি ক্যাম্পাস তানজানিয়ায় স্থাপিত হবে। সেই সংক্রান্ত মৌ স্বাক্ষরও সম্পন্ন হয়ে গিয়েছে। 

বিদেশমন্ত্রী জয়শঙ্কর তানজানিয়া সফরে রয়েছেন বর্তমানে। সেখানের প্রেসিডেন্ট ও জয়শঙ্করের মধ্যে এই মৌ স্বাক্ষরিত হয়।

বিদেশমন্ত্রকের তরফে এক টুইটে লেখা হয়েছে, 'ভারতের বাইরে প্রথম IIT ক্যাম্পাস স্থাপিত হবে জানজিবায়'।

প্রসঙ্গত, ২০২০ সালে দেশের নয়া শিক্ষানীতিতে বলা হয়েছে যে, যে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভালো পারফরম্যান্স করবে, তাদের ক্যাম্পাস দেশের বাইরের কোনও দেশে স্থাপনে উৎসাহিত করা হবে।

জানা যাচ্ছে জানজিবারে ২০২৩ অক্টোবর থেকে আইআইটি মাদ্রাজের নয়া ক্যাম্পাস চালু হবে।