By Priyanka Mukherjee
Published 2 Jun, 2023

Hindustan Times
Bangla

বেবিমুনে ব্যস্ত ইলিয়ানা,হাত ধরলেন হবু সন্তানের বাবার, কে সেই 'মিস্ট্রিম্যান'?

এপ্রিল মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী

এদিন সাগরপাড়ের ছবি পোস্ট করে হবু মা জানান 'বেবিমুন'-এ এসেছেন তিনি, সঙ্গী তাঁর সন্তানের বাবা

 সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খোলেননি ইলিয়ানা, তবে এদিন প্রেমিকের ঝলক শেয়ার করলেন

প্রেমিকের হাত ধরে ডিনার ডেটে নায়িকা, নজর কেড়েছে দুজনের হাতে আংটি। যা দেখে অনেকের প্রশ্ন তবে কি গোপনে বিয়েটা সেরে ফেলেছেন ইলিয়ানা?

সন্তানের পিতৃ পরিচয় না জানানোয় অকারণ প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন ইলিয়ানা,তবে ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ এই বলি সুন্দরী

গুঞ্জন  ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা, যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দুজনেই

নিজের প্রেমিককে কবে প্রকাশ্যে আনবেন ইলিয়ানা এখন সেটাই দেখবার, আপতত প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন অভিনেত্রী।