Hindustan Times
Bangla

এই বছর শ্রীরামপুরেই  হয়েছে মিনি পার্ক স্ট্রিট 

বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটের কায়দায় আলোর বন্যায় সেজে উঠেছে শ্রীরামপুর

শ্রীরামপুরের সেন্ট ওলেয়েস চার্চ সাজানো হয়েছে আলো এবং বেলুন দিয়ে 

তবে শুধু আলোর সজ্জা নয়, বড়দিনের সন্ধ্যা আরও বেশি স্পেশাল হয়ে ওঠে ইমন চক্রবর্তীর উপস্থিতিতে।

শ্রীরামপুর চার্চের সামনে হেরিটেজ উৎসবের পরিচালনায় আয়োজিত হয় এই অনুষ্ঠান

মঞ্চে উপস্থিত হয়েই একের পর এক গানে সকলকে মাতিয়ে তুলেছিলেন ইমন

সন্ধ্যা ৬টা থেকে রাত নটা, টানা তিন ঘন্টা ইমনের জাদুতে মুগ্ধ হয়েছেন দর্শকরা

বাংলা তো বটেই, হিন্দি গানের তালে তালেও নেচে উঠেছিল উপস্থিত দর্শকরা 

শ্রীরামপুরের হেরিটেজ উৎসবের অংশ হতে পেরে খুশি ইমন নিজেও

ইমনকে সামনে পেয়ে আপ্লুত হয়েছেন দর্শকরাও