By Priyanka Bose
Published 29 Aug, 2023

Hindustan Times
Bangla

পুত্রদা একাদশীর গুরুত্ব কী? এই একাদশীতে পুজোর পদ্ধতি কেমন

বছরে আসা প্রতিটি একাদশীর নিজস্ব গুরুত্ব রয়েছে। অগস্টের শুক্ল পক্ষের একাদশী তিথি পুত্রদা একাদশী নামে পরিচিত।  এই বছর ২৭ অগস্ট পড়েছে।

পুত্রদা একাদশী বছরে দুবার আসে। পুত্রদা একাদশী সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এই দিনে উপবাস করলে সন্তান সুখের পাশাপাশি সন্তানের উন্নতি হয়।

পুত্রদা একাদশীর গুরুত্ব: বিশ্বাস অনুযায়ী পুত্রদা একাদশীর উপবাস করলে দারুণ ফল পাওয়া যায়। সন্তানের সুখে কেউ বাধার সম্মুখীন হলে এই উপবাস রাখতে পারেন। সেই সঙ্গে এই ব্রত পালনের মাধ্যমে শিশুদের সকল কষ্টও দূর হয়। এর সঙ্গে শিশুর সুস্বাস্থ্য লাভ ও আয়ু বৃদ্ধি হয়।

পুত্রদা একাদশীর পুজো পদ্ধতি: সকালে ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে বাড়ির মন্দিরে দেশি ঘি-এর প্রদীপ জ্বালাতে হয়। এর পর ভগবান বিষ্ণুকে গঙ্গাজল দিয়ে অভিষেক করে। ভগবান বিষ্ণুকে ফুল ও তুলসী নিবেদন করে।

এর পর উপবাসের সংকল্প নিতে হয়। এছাড়াও তুলসী মালা দিয়ে ওম বাসুদেবায় নমঃ ১০৮ বার জপ করে। শেষে ভগবান বিষ্ণুর আরতি করে। 

এই দিনে, ঈশ্বরকে শুধুমাত্র সাত্ত্বিক জিনিস নিবেদন করা হয়। এর সঙ্গে, ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পত্রকে অন্তর্ভুক্ত করতে হয়। 

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য বিশ্বাস করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।