Hindustan Times
Bangla

২০২৫ সালে শনির কৃপায় দু হাতে উপার্জন করবে এই ২ রাশি! জিততে পারে লটারিও

আর মাত্র ২২ দিন। তারপরই নতুন বছর। 

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন ২ রাশি ২০২৫ সালে আর্থিকভাবে লাভবান হতে চলেছে। 

২০২৫ শনির কৃপায় ২ রাশির জাতক-জাতিকাদের জীবন ফুলে ফেঁপে উঠতে চলেছে ৷

এরা হল কর্কট ও বৃশ্চিক রাশি। এই দুই রাশির জাতক-জাতিকাদের জন্য সামনে রোজগারের বড় সুযোগ রয়েছে। আছে ফাটকা আয়ের সম্ভাবনাও।

শনির মীনে প্রবেশ অত্যন্ত শুভ হবে কর্কট ও বৃশ্চিক রাশি ৷ আড়াই বছরের বাজে সময় কাটবে ২৯ মার্চের পর থেকে।

ব্যাঙ্কে টাকা পয়সা বেশি বেশি করে জমতে শুরু করবে ৷ ব্যবসা ও বাণিজ্যেও অত্যন্ত ভালো সময় আসবে।

আটকে থাকা টাকা হাতে পেয়ে যেতে পারে বৃশ্চিক রাশি। 

অতীতের বিনিয়োগ থেকে লাভ পাবে কর্কট রাশিও। এমনকী, যারা চাকরি করেন, তাঁদেরও কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।