Hindustan Times
Bangla

স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই জেল! এই দেশের আইন এমনই

স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই জেল! সেটিও পাঁচ বছরের জন্য। 

বহু দেশেই নানা অদ্ভুত ঘটনা ঘটে। বহু দেশেই নানা অদ্ভুত নিয়ম আছে। 

কিন্তু স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়ার শাস্তি জেল? এটিও কারও কারও বাড়াবাড়ি শোনাতে পারে।

কিন্তু এটিই সত্যি ঘটনা। এমন দেশ আছে, যেখানে রয়েছে এমনই আইন।

এই দেশটির নাম সামোয়া। সুন্দর দেশটিতে রয়েছে কড়া আইনিব্যবস্থা।

এখানে স্বামী যদি স্ত্রীর জন্মদিন ভুলে যান, তাঁকে জেলে যেতে হতে পারে।

প্রথম বার ভুলে গেলে সতর্ক করা হয়। তার পরেও একই ঘটনা ঘটলে, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে জেল হতে পারে স্বামীর।

অনেকেই বলেছেন, এটি খুব হাস্যকর আইন। যদিও অনেকেই আবার এর প্রশংসাও করেছেন।