By Abhisake Koley
Published 22 Sep, 2023

Hindustan Times
Bangla

IND vs AUS 1st ODI: সুন্দর নয়, অশ্বিনেই বাজি চাওলার, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ

পীযূষ চাওলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের জন্য নিজের পছন্দের ভারতীয় একাদশ বেছে নেন।

শুভমন গিলের সঙ্গে ওপেনে ইশান কিষানকে দেখতে চাইছেন চাওলা। এই দু'জনের ওপেন করা কার্যত নিশ্চিত।

তিনে শ্রেয়স আইয়ার ব্যাট করতে নামুন, এমনটাই চান তারকা স্পিনার।

লোকেশ রাহুল এশিয়া কাপে চারে ব্যাট করে ভালো খেলায় এখানেও তাঁকে সেই জায়গাতেই দেখতে চাইছেন চাওলা।

পাঁচে নবাগত তিলক বর্মা ব্যাট করতে নামুন, এমনটাই চাইছেন পীযূষ।

ব্য়াটিং অর্ডারের ছয় নম্বরে সূর্যকুমারকে দেখতে চাইছেন চাওলা।

সাতে স্পিনার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার জায়গা নিয়ে সংশয় নেই।

ওয়াশিংটন সুন্দরের বদলে আট নম্বরে রবিচন্দ্রন অশ্বিনকেই প্রাধান্য দিলেন পীযূষ।

নয় নম্বরে শামি নন, বরং চাওলার পছন্দ শার্দুল ঠাকুর।

দশ নম্বরে মহম্মদ সিরাজকে চাইছেন চাওলা।

এগারো নম্বরে জসপ্রীত বুমরাহ অটোমেটিক চয়েজ।