By Sritama Mitra
Published 18 Sep, 2023

Hindustan Times
Bangla

রূপান্তরকামীদের জন্য দেশের প্রথম ওপিডি দিল্লির এই হাসপাতালে

দেশে এই প্রথমবার রূপান্তরকামীদের জন্য হাসপাতালে ওপিডি খোলা হল। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে এই পরিষেবার উদ্বোধন হয়।

রবিবার ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যেই এই হাসপাতালের উদ্বোধন।

প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ওপিডি উদ্বোধন ছাড়াও উদ্বোধন হয় রক্তদান শিবিরের। 

দেশের মধ্যে প্রথমবার এমন উদ্যোগ দেখা গেল। উল্লেখ্য, এই পরিষেবার উদ্বোধন রবিবার করেন হাসপাতালের ডিরেক্টর অজয় শুক্লা।

জানা গিয়েছে, হাসপাতালে প্রতি শুক্রবার দুপুর ২ থেকে ৪ টে পর্যন্ত খোলা থাকবে ওই পরিষেবা।  রূপান্তরকামীদের জন্য আলাদা রেজিস্ট্রেশন কাউন্টার খোলা হবে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যদি দেখা যায়, হাসপাতালের ওপিডিতে যথেষ্ট সংখ্যক ভিড় হচ্ছে, তাহলে ওপিডির দিনের সংখ্যা বাড়ানো হবে।

যাতে কোনও রকমের অস্বস্তি থেকে হাসপাতালে রূপান্তরকামীরা প্রয়োজনে আসা কমিয়ে না দেন, তার জন্যই ওই উদ্যোগ বলে জানা গিয়েছে।

ড.অজয় শুক্লা মনে করছেন যে ওপিডি আলাদাভাবে রূপান্তরকামীদের জন্য থাকলে তা তাঁদের হাসপাতালে আসার অস্বস্তিকে কমিয়ে েদেবে।

তিনি বলছেন, বহু রূপান্তরকামীই প্রাইভেটে চিকিৎসকের পরামর্শ নেন। এবিষয়ে বহু রূপান্তরকামী গোষ্ঠীর সঙ্গে কথা বলার পর অজয় শুক্লা হাসপাতালে এমন ওপিডি খুলতে উদ্যোগ নেন।