Hindustan Times
Bangla

সব থেকে বেশি আন্তর্জাতিক রান: কালিসকে টপকে পাঁচে কোহলি

তিন ফর্ম্যাট মিলিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক রানের নিরিখে জ্যাক কালিসকে টপকে পাঁচ নম্বরে উঠলেন বিরাট।

কালিসকে টপকাতে দরকার ছিল ৭৪ রান। প্রথম দিনে ৮৭ রানে নট-আউট থাকেন বিরাট। এখনই তাঁর সংগ্রহে রয়েছে ২৫৫৪৮ আন্তর্জাতিক রান।

কালিস সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৫৩৪ রান সংগ্রহ করেছেন। তিনি পিছিয়ে গেলেন তালিকার ৬ নম্বরে।

তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ৩৪৩৫৭ রান করেছেন সচিন তেন্ডুলকর।

শ্রীলঙ্কার সাঙ্গাকারা রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৮০১৬ রান সংগ্রহ করেছেন।

রিকি পন্টিং সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭৪৮৩ রান সংগ্রহ করেছেন। অজি তারকা রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।

শ্রীলঙ্কার জয়াবর্ধনে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৯৫৭ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন তালিকার চতুর্থ স্থানে।

প্রথম ৫০০ আন্তর্জাতিক ম্যাচে সব থেকে বেশি রান করেছেন বিরাট কোহলি। কেরিয়ারের এই পর্যাকে আর কেউ ২৫ হাজার রান টপকাতে পারেননি।

মোট ১০ জন ক্রিকেটার ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কোহলি ছাড়া মাইলস্টোন ম্যাচে আর কেউ হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকাতে পারেননি।