Hindustan Times
Bangla

অভিনয়ের জন্য অভিনেতা-অভিনেত্রীদের কত কিছুই না করতে হয়! এমন বহু ভারতীয় অভিনেত্রীই রয়েছেন, যাঁরা কিনা সিনেমার জন্য ন্যাড়া হয়েছিলেন।

দীপা মেহতার বিতর্কিত ছবি ‘ওয়াটার’(২০০৫ সালে) এর জন্য মাথা ন্যাড়া করেছিলেন শাবানা আজমিক। যদিও পরে সেই ছবি থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

অন্তরা মালি, ২০১০ সালে মুক্তি পাওয়া ‘অ্যান্ড ওয়ান্স এগেন’ ছবিতে ‘সাবিত্রী’ চরিত্রের জন্য মাথা ন্যাড়া করেন, যা নিয়ে রীতিমতো চর্চা হয়েছিল।

দীপা মেহতার ‘ওয়াটার’ ছবিতে একটি বিশেষ চরিত্রের জন্য ন্যাড়া হয়েছিলেন সীমা বিশ্বাস।

দীপা মেহতার ইন্দো-কানাডিয়ান ছবি ‘ওয়াটার’-এর ন্যাড়া হয়েছিলেন অভিনেত্রী লিজা রে। ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করে দর্শককে।

বারাণসীতে বিধবাদের জীবন ও নারী বিদ্বেষের বিষয় নিয়ে তৈরি হয়েছিল ‘ওয়াটার’। সেই ছবির প্রয়োজনে ন্যাড়া হয়েছিলেন নন্দিতা দাস। তবে পরে আর ছবিটি করা হয়নি নন্দিতার।

মুক্তি পায় তনুজা অভিনীত মারাঠি ছবি ‘পিত্রুরুন’ মুক্তি পায় ২০১৩ সালে। সেই ছবির জন্য ন্যাড়া হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।

সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবিতে বাজিরাওয়ের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তানভি আজমি-কে। সেই চরিত্রের প্রয়োজনে মাথা কামিয়েছিলেন তানভি।

শুধু বড়পর্দার অভিনেত্রীরা নন, ‘ইয়ে ওয়াদা রাহা’ টেলি ধারাবাহিকে কোনও রকম কৃত্রিম-মেকআপ ছাড়াই ন্যাড়া হয়ে চমকে দিয়েছিলেন রিঙ্কু কর্মকার।