Hindustan Times
Bangla

পুত্র, কন্যা সন্তানের 'B' দিয়ে শুরু নামের তালিকা

বাড়িতে সন্তানের জন্ম নেওয়ার আগাম বার্তা আসতেই শুরু হয়ে যায় তার নাম খোঁজার পালা! পরিবারের সকলে তা খুঁজতে থাকেন। 

সকলে মিলে এই নাম খোঁজার মধ্যেও একটি উৎসবের পরিবেশ থাকে! এদিকে, পছন্দের অক্ষর দিয়ে ভালো নাম সহজে চোখে পড়ে না। 

আজ রইল ইংরেজি 'B' দিয়ে শুরু পুত্র ও কন্যার নামের তালিকা।

বাণী-  কোনও উক্তি, বাক্য বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। 

ভবদীপ- এই শব্দ, বিশ্বের জ্যোতি বোঝাতে ব্যবহার করা হয়।

ভবেশ- এই শব্দ দিয়ে অস্তিত্ব বা সংসারের স্বামী স্বরূপ কাউকে বোঝানো হয়।

ভাবিক- ভাব বা আবেগ সম্পর্কিত কোনও ক্ষেত্র বোঝাতে এই শব্দ অনেক সময়ই ব্যবহার করা হয়।

বৃন্দা- এই শব্দ দ্বারা পবিত্র গাছ, তুলসী বোঝানো হয়ে থাকে। শ্রীরাধাকে বোঝাতেও এই শব্দ ব্যবহার হয়। 

বীথিকা- বাংলায় অত্যন্ত চর্চিত এই নাম।  কবিগুরুর এক বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছ এই নামে।

ভার্গবী- দেবী দুর্গাশক্তিকে বোঝাতে এই শব্দের প্রচলন রয়েছে।

ভাবিনী- কোনও ভাব সংক্রান্ত ক্ষেত্র বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।

বিক্রমজিৎ- কোনও জয়ী কাউকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।

বিষাণ- কোনও বিশেষভাবে ব্যবহৃত বাদ্যযন্ত্র হিসাবে এই শব্দ ব্যবহার হয়।

ক্লিক করুন