By Priyanka Bose
Published May 6, 2023

Hindustan Times
Bangla

ধোনির 'প্রাক্তন' নাকি এই দক্ষিণী অভিনেত্রী, সম্পর্ক নিয়ে চলত জোর চর্চা

এক সময় দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মীর সঙ্গে নাম জুড়েছিল ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির

ধোনি সেই সম্পর্ক নিয়ে কখনও খোলামেলা কথা বলেননি। এরপর ২০১০ সালে  ৪ জুলাই সাক্ষীকে বিয়ে করেন তারকা ক্রিকেটার

ধোনির 'প্রাক্তন' প্রেমিকা রাই লক্ষ্মীকে চেনেন? রইল তাঁর আসল পরিচয়

২০০৯ সালে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাই লক্ষ্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ধোনি। অভিনেত্রীকে বেশির ভাগ সময় দেখা যেত ধোনির সঙ্গে 

আইপিএল-এর খেলার শেষে খেলোয়াড়রা যে পার্টিতে যেতেন, সেই পার্টিতে ধোনির সঙ্গিনী হিসাবে দেখা যেত রাই লক্ষ্মীকে

তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন রাই লক্ষ্মী

২০১৪ সালে ধোনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রাই লক্ষ্মী। অভিনেত্রী বলেছিলেন, ধোনির সঙ্গে তাঁর সম্পর্কটা একটা দাগের মতো, যা সহজে মুছে যাওয়ার নয়

'আকিরা' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাই লক্ষ্মীর। 'ভোলা' ছবিতেও তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের