By Subhasmita Kanji
Published 8 Nov, 2023

Hindustan Times
Bangla

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির একটি মেয়ে আছে জানেন? তাঁর কিছু মিষ্টি ফটো দেখুন। 

বিশ্বকাপে নিজের বোলিং স্কিল দিয়ে সকলকে তাক লাগাচ্ছেন মহম্মদ শামি। কিন্তু জানেন কি তাঁর একটি মিষ্টি মেয়ে আছে? 

মহম্মদ শামির ব্যক্তিগত জীবন খুব একটা মসৃণ নয়। 

তাঁর স্ত্রীর নাম হাসিন জাহান। কিন্তু তাঁদের মধ্যে বনিবনা না হওয়ায় ২০১৮ সাল থেকে তাঁরা আলাদা থাকছেন। 

মহম্মদ শামির মেয়ের নাম আয়রা। সে তার মায়ের সঙ্গেই থাকে। 

আয়রার জন্ম ২০১৫ সালের ১৭ জুলাই হয়। 

হাসিন জাহান হামেশাই তাঁর মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে থাকেন। 

আয়রাকে মাঝে মধ্যেই তাঁর মায়ের সঙ্গে রিল বানাতে দেখা যায়। 

মেয়ের সমস্ত দায়িত্বই হাসিন জাহান খুব সুন্দর ভাবে পালন করেন। 

তাঁরা দুজন মাঝে মধ্যেই ইতিউতি বেড়াতে যান। 

তবে মেয়েকে কাছে না পেয়ে তাকে মিস করেন শামি। পোস্ট করেন কষ্টের পোস্ট।