By Priyanka Bose
Published 3 Apr, 2023

Hindustan Times
Bangla

ইন্ডিয়ান আইডল ১৩-এর ট্রফি হাতে উঠল ঋষি সিং-এর। প্রথম রানার্স আপ বাংলার মেয়ে দেবস্মিতা রায়।

 দ্বিতীয় স্থানাধিকারী দেবস্মিতা পুরষ্কার পেয়েছেন ১৫ লাখ টাকা

বনগাঁর মেয়ে দেবস্মিতা রায়

প্রাথমিক শিক্ষার  বনগাঁ কুমুদিনী উচ্চা বালিকা বিদ্যালয়ে  গায়িকার

কলকাতার সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের ছাত্রী দেবস্মিতা

শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতে দক্ষ দেবস্মিতা, ইন্ডিয়ার আইডলের মঞ্চে তাঁর কণ্ঠস্বর দিয়ে সকলের মন জয় করেছেন

দেবস্মিতার সুরেলা গলা চোখে জল এনে দিয়েছিল হিমেশ রেশামিয়ার

ইন্ডিয়ান আইডলের মঞ্চে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এই বঙ্গ তনয়া

ট্রফি না জিতলেও রিয়ালিটি শো-এর স্টেজে অভিজ্ঞতার বিচারকদের পাশাপাশি সকলে তাঁর গানে মুগ্ধ হয়েছে