Hindustan Times
Bangla

নাক দিয়েই নেওয়া যাবে এই টিকা! বুস্টার ডোজ হিসাবে নিতে পারবেন

২৬ জানুয়ারি বাজারে আসছে ভারতের প্রথম 'ইন্ট্রানাসাল' COVID-19 টিকা। প্রজাতন্ত্র দিবসের দিনই বাজারে এসে যাবে iNCOVACC

কেন্দ্র ইতিমধ্যেই ১৮ বছরের বেশি বয়সীদের জন্য এই ইন্ট্রানাসাল কোভিড ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে। 

এটি একটি 'হেটেরোলোগাস বুস্টার ডোজ'। অর্থাত্, যাঁরা আগে Covishield এবং Covaxin নিয়েছেন, তাঁরাও  বুস্টার ডোজ হিসেবে এই ভ্যাকসিন নিতে পারেন।

iNCOVACC বিশ্বের প্রথম ইন্ট্রানাসাল ভ্যাকসিন, যা প্রাইমারি সিরিজ এবং হেটেরোলগাস বুস্টারের ছাড়পত্র পেয়েছে।

বেসরকারি হাসপাতালে এটি ৮০০ টাকা করে বিক্রি করা হবে। তবে সরকারকে ৩২৫ টাকা করে দেওয়া হবে

ওয়াশিংটন ইউনিভার্সিটি, সেন্ট লুইসের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই টিকা তৈরি করা হয়।