By Priyanka Bose
Published 5 Jul, 2023

Hindustan Times
Bangla

বিদেশে যাওয়ার বাজেট নেই? হনিমুন করুন এই সব পকেট ফ্রেন্ডলি স্থানে

বিয়ের পর নব দম্পতিরা নতুন জায়গা ঘুরতে খুব পছন্দ করেন। আমাদের দেশে একাধিক জায়গা রয়েছে যেগুলি পারফেক্ট হানিমুন স্পট।

হানিমুনের জন্য রইল এমন কয়েক জায়গার খোঁজ যেগুলি সস্তা এবং সুন্দর-

হিমাচল প্রদেশের মানালি সস্তা হানিমুন ডেস্টিনেশন হিসেবে গণ্য করা হয়। এটি খুব সুন্দর হিল স্টেশন।

কেরালায় অবস্থিত মুন্নার। একে কেরালার কাশ্মীর বলা হয়।

প্রাকৃতি শোভায় পরিপূর্ণ, শান্তির এবং সুন্দর জায়গায় যেতে চান সঙ্গীর সঙ্গে! তাহলে যেতে পারেন শ্রীনগর।

রাজস্থানে অবস্থিত উদয়পুরও হানিমুনের জন্য হতে পারে সেরা ডেস্টিনেশন।

দক্ষিণ ভারতের সবথেকে জনপ্রিয় হিল স্টেশন তামিলনাড়ুর উটি। 

হিমাচল প্রদেশের সিমলাকেও রাখতে  পারেন হানিমুন ডেস্টিনেশন হিসেবে।

দিল্লির কাছে উত্তরাখণ্ডে অবস্থিত নৈনিতাল। এখানে উপভোগ করতে পারবেন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি।

নীল আকাশ, সবুজে ঘেরা উপত্যকা এবং মন্ত্রমুগ্ধ জলপ্রপাত। মেঘালয়ের রাজধানি শিলং-ও চাইলে ঘুরে আসতে পারেন।