By Sritama Mitra
Published 10 Feb, 2025
Hindustan Times
Bangla
সম্পত্তির লোভে কোটিপতি দাদুকে ৭৩ বার কোপ USফেরত নাতির?
হায়দরাবাদের তাবড় শিল্পপতি ভিসি জনার্ধন রাও-র মৃত্যু ঘিরে চাঞ্চল্য হায়দরাবাদে। শিল্পপতিকে খুনের অভিযোগ রয়েছে তাঁর নাতির বিরুদ্ধে।
৮৬ বছরের শিল্পপতি ভিসি জনার্ধন রাওকে খুনের অভিযোগ রয়েছে তাঁর নাতি ২৮ বছরের কীর্তি তেজার বিরুদ্ধে।
আমেরিকা থেকে স্নাতোকোত্তর পাশ করে ফিরেছিল কীর্তি। অভিযোগ, কীর্তির সঙ্গে সদ্য তার দাদুর ঝগড়া হয়েছিল দাদুর সংস্থায় ডিরেক্টর পদ নিয়ে।
কীর্তি ও ভিসি জনার্ধনের মধ্যে যখন ঝগড়া হয়, তখন কীর্তির মা ছিলেন রান্নাঘরে। সেই সময় কথাকাটাকাটি বাড়তেই দাদুকে ছুরি দিয়ে কোপ বসায় তেজা।
ভিসি জনার্ধনের অন্য নাতিকে তাঁর সংস্থার ডিরেক্টর পদে বসানো নিয়ে ঝগড়ার শুরু বলে জানা যায়। এরপরই রক্তাক্ত কাণ্ড ঘটে বলে অভিযোগ।
অভিযোগ, দাদুকে ৭৩ ছুরির কোপ বসায় কীর্তি। এমনকি রাগের মাথায় মাকেও হামলা করে কীর্তি বলে অভিযোগ। কীর্তির মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, কীর্তিকে গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান, মাদকের নেশায় কীর্তি এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে।