Hindustan Times
Bangla

রাত বারোটায় শ্রীময়ীর হাতের  ঠান্ডাই', হোলি শেষে বেলেঘাটা আইডি-তে জায়গা চাইলেন কাঞ্চন!

বিয়ের পর কাঞ্চন-শ্রীময়ীর প্রথম দোল, রঙে অ্যালার্জি দুজনের, তাই আবিরে মাখামাখি নবদম্পতি

রবিবার রাধা-মাধবের পুজো সেরে শুরু হয়েছিল উদযাপন, সোমবার সকাল থেকে পার্টি মুডে কাঞ্চন ও তাঁর নতুন বউ

আবির রাঙানো সাদা স্লিভলেস কুর্তায় পাওয়া  গেল শ্রীময়ীকে

দোলের দিন দুপুরের মেনুতে ছিল পাঁঠার মাংস আর ভাত, রাতেও এলাহি মেনু, তার আগে থাকল মধ্যরাতে শ্রীময়ীর হাতের ঠান্ডাই

রাত ১২টায় নাইটি পরে ঠান্ডাই বানাতে ব্যস্ত শ্রীময়ী, পাশে কাঞ্চন। শোনালেন সারা দিনের মেনু

রাতে ছিল- চিংড়িমাছের মালাইকারি, শুঁকটি মাছের ঝুরো আর ভাত, সঙ্গে চলল গান-বাজনা আর আড্ডা

ঠান্ডাইয়ের গ্লাস হাতে আড্ডার মেজাজে কাঞ্চন ও তাঁর পরিবার

দোলের শেষ প্রহরে খানিক শঙ্কিত গলায় কাঞ্চন বললেন, 'এরপর সবার ঠিকানা বেলেঘাটা আইডি'

সব মিলিয়ে বিয়ের পরের প্রথম দোল স্মরণীয় হয়ে থাকল জুটির কাছে।