Hindustan Times
Bangla

মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়ি পরেই শুরু হয়েছিল বিয়ের জশন, সায়নীর রিসেপশনে হাজির শোভন-বৈশাখী

সৌরভ-দর্শনার বিয়ে নিয়ে হইচইয়ের মাঝই শহরে ছিমছাম বিয়ে সেরেছেন অভিনেত্রী সায়নী দত্ত

আইবুড়ো ভাতের দিন মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজেছিলেন সায়নী, বিয়ের সাজেও সেভাবে চমক ধরা পড়েনি

পাঞ্জাবি মতে বিয়ে করেছেন সায়নী, তাঁর বর  গুরবিন্দরজিৎ সমরার পরিবারের রীতি মেনে হয়েছিল বিয়ের অনুষ্ঠান

বিয়েতে লাল লেহেঙ্গায় সেজেছিলেন সায়নী, রিসেপশনের লুক ছিল বেশ নজরকাড়া

সব্য়সাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা অরগ্যাঞ্জা শাড়িতে ঝলমল করলেন সায়নী, সঙ্গে গা ভর্তি সোনার গয়না। পাঞ্জাবি রীতিতে বিয়ে করলেও হাতে চূড়া নয়, শাঁখা-পলাই দেখা গেল সায়নীর

বউকে টেক্কা দিয়ে বেগুনি রঙা বন্ধগলায় পাওয়া গেল সায়নীর বরকে। 

 টাটা ক্লিকের চিফ বিজনেস অফিসার সায়নীর বর। বিয়ের পর লন্ডনেই মূলত থাকবেন সায়নী। তবে সুযোগ এলে ভালো কাজ করতে চান

সায়নীর রিসেপশনের আসর বসেছিল পার্ক স্ট্রিটের এক পাঁচতারা হোটেলে। শোভনের হাত ধরে পৌঁছেছিলেন বৈশাখী ও মহুল

কলকাতায়  রিসেপসনের পর চণ্ডীগড়ে উড়ে গিয়েছেন নবদম্পতি। এরপর আগামী ২২ তারিখ মুম্বইতে বিয়ের আরও একটি রিসেপশন হওয়ার কথা। এরপর লন্ডনে পাড়ি দেবেন তাঁরা।