Hindustan Times
Bangla

ভারতের সেরা স্বাদের ৬ চা, না খেলে বড় আপসোস করবেন

আসাম চা: স্বাদে, গন্ধে এই চায়ের তুলনা মেলা ভার। উত্তরপূর্ব ভারতের গর্ব বললেও যেন কম বলা হয়।

দার্জিলিং চা: পশ্চিমবঙ্গের অন্যতম সম্পদ। সারা বিশ্বেই যা বিখ্যাত সুগন্ধের জন্য।

নীলগিরি চা: পশ্চিমঘাট পর্বতমালার অন্যতম সেরা ফসল নীলগিরি চায়ের পাতা। সারা দক্ষিণ ভারতের অন্যতম গর্ব।

গ্রিন চা:  স্বাস্থ্য ভালো রাখতে চান বা ওজন কমাতে চান? রোজ গ্রিন টিতে ভরসা রাখতে পারেন।

কাশ্মিরী কাহয়া: কাশ্মিরী শাল, শিকারার মতোই বিখ্যাত হল কাশ্মিরী কাহয়া। এটি বিশেষ ধরনের গ্রিন টিও বটে।

আদা চা: সর্দি কাশিতে সেরা টোটকা এই চা। আয়ুর্বেদ শাস্ত্রের কল্যাণে যা দীর্ঘদিন ধরে বিখ্যাত।