By Priyanka Mukherjee
Published 21 Jun, 2023
Hindustan Times
Bangla
আন্তর্জাতিক যোগ দিবস- ফিট থাকাতে নিয়মিত যোগা করেন এই বলি সুন্দরীরা
আলিয়া ভাট যোগাতেই বিশ্বাসী। গত বছর নভেম্বরে মেয়ের জন্ম দেন আলিয়া। ডিসেম্বর মাস থেকেই যোগচর্চা শুরু করেছেন রাহার মা।
পঞ্চাই ছুঁইছুঁই মালাইকার মাখন ফিগার দেখে হাঁ হয়ে যান সকলেই। নিয়মিত জিম করার পাশাপাশি যোগ-ব্যায়ামও করেন অর্জুনের প্রেমিকা।
পাহাড়ি কন্যে কঙ্গনা বরাবরই জিম নয়, যোগাতেই বিশ্বাসী। নিয়মিত যোগ-ব্যায়াম করেন এই বলি সুন্দরী।
ফিট থাকার মন্ত্রে বিশ্বাসী করিনা শুধু নিজে যোগা করেন না, বর আর দুই বাচ্চার যোগা টিচারও তিনি
আর্ন্তজাতিক যোগ দিবসে ছোট ছেলে জেহ এবং স্বামী সইফের এই মিষ্টি ছবি শেয়ার করেছেন করিনা
বলিউডের অন্যতম ফিট নায়িকা শিল্পা শেট্টি, যোগ-চর্চায় তাঁর জুড়ি মেলা ভার। এদিনও ভিডিয়ো শেয়ার করে সকলকে যোগচর্চার পরামর্শ নায়িকার।
বোনের চেয়ে কম যান না দিদিও। নিয়মিত যোগা অভ্যাস করেন করিশ্মা কাপুর, যোগ দিবসে তার টুকরো ঝলক।
সুস্থ শরীর পেতে জিমের পাশাপাশি যোগ-ব্যায়ামেও আস্থা রয়েছে রাকুল প্রীত সিং-এর।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন