By Priyanka Bose
Published 22 Mar, 2023

Hindustan Times
Bangla

মুম্বই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডার প্লেয়ারের গার্লফ্রেন্ড  কোনও মডেলের থেকে কম নয়, দেখুন ছবি

আসন্ন আইপিএল মরসুমের মিনি অকশনে মুম্বই ইন্ডিয়ান্স অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ১৭.৫ কোটি টাকায় দলে নিয়েছে

খুব অল্প সময়ের মধ্যে তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়া দলে নিজের জায়গা তৈরি করেছেন ক্যামেরুন। একজন ফাস্ট বোলার অলরাউন্ডার হিসেবে দুর্দান্ত প্লেয়ার তিনি

মুম্বই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডার খেলোয়াড়ের প্রেমিকাকে চেনেন? তাঁর বান্ধবীর নাম এমিলি রেডউড, যিনি পেশায় একজন পুষ্টিবিদ এবং কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।

এমিলি রেডউড ঘুরতে খুব ভালোবাসেন। তিনি শুধুমাত্র গ্লুটেন ফ্রি ডায়েট নেন। ২০১৬ সালে জানতে পেরেছিলেন সিলিয়াক রোগে আক্রান্ত তিনি, এরপর থেকে এই ডায়েট নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

২০২২ সালে স্নাতক হন এমিলি, তার স্নাতক অনুষ্ঠানে যোগ দেন ক্যামেরুনও। এছাড়াও, ২০২১ সালে কার্টিন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন এমিলি।

ক্যামেরুনের বান্ধবী লুকের দিক থেকে কোনও মডেলের থেকে কম নন

ক্যামেরুনের সঙ্গে প্রায়শই এমিলির ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়