By Priyanka Bose
Published May 19, 2023

Hindustan Times
Bangla

লাইমলাইটে আসেন না, কিন্তু জয়দেব উনাদকাটের স্ত্রীকে দেখে চমকে যাবেন

আহত হয়ে আইপিএল ২০২৩ থেকে বাদ পড়েছেন লখনউ জায়ান্টসের বোলার জয়দেব উনাদকাট।

ব্যক্তিগত জীবনে বেশ রোম্য়ান্টিক মানুষ এই ক্রিকেটার।

খুব একটা লাইমলাইটে না থাকলেও জয়দেবের স্ত্রী অপূর্ব সুন্দরী।

জয়দেবের স্ত্রীর নাম রিনি কান্তারিয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।

২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয়দেব এবং রিনি।

রিনি কান্তারিয়া পেশায় একজন আইনজীবী।

স্ত্রী রিনির সঙ্গে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন জয়দেব।

জয়দেবের খেলা দেখতে প্রায়শই মাঠে উপস্থিত হন রিনি। স্বামীকে সাপোর্ট করেন গ্যালারি থেকে।