By Priyanka Bose
Published 15 May, 2023

Hindustan Times
Bangla

বয়স মাত্র ৪, রোহিত শর্মার মেয়ে সামাইরা এর মধ্যেই স্টার! দেখে নিন সেরা ছবি

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা খেলাধুলা ছাড়াও ব্যক্তিগত জীবনের কারণে প্রায়শই শিরোনামে থাকেন।

বিবাহিত রোহিত শর্মা এক কন্যা সন্তানের বাবা। চেনেন তারকা ক্রিকেটারের একমাত্র মেয়েকে?

রোহিত শর্মার মেয়ের নাম সামাইরা শর্মা। 

সামাইরা নামের অর্থ জপ করা। অথবা ঈশ্বর এবং অভিভাবক দ্বারা সুরক্ষিত।

সামাইরার বয়স ৪ বছর। কাজের বাইরে বেশিরভাগ সময়ই মেয়ের সঙ্গে কাটাতে ভালোবাসেন রোহিত।

রোহিত এবং তাঁর পত্নী রিতিকা প্রায়শই মেয়েকে নিয়ে বেড়াতে গিয়ে ছবি পোস্ট করেন।

মা রিতিকার সঙ্গে প্রায়শই স্টেডিয়ামের গ্যালারিতে দেখা মেলে সামাইরার।

২০১৫ সালের ১৩ ডিসেম্বর রিতিকাকে বিয়ে করেন রোহিত। 

প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের পাতানো বোন রিতিকা।