By Priyanka Bose
Published May 2, 2023

Hindustan Times
Bangla

এক জুয়েলারি শপে প্রথম দেখা, ভুবনেশ্বরী-শ্রীশান্তের লাভ স্টোরির শুরুটা কেমন

ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীশান্ত। আইপিএল ২০২৩-এ ধারাভাষ্যকার হিসেবে দেখা যাচ্ছে তাঁকে।

ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীশান্তের স্ত্রীকে চেনেন? রইল তাঁর আসল পরিচয়

শ্রীশান্তের স্ত্রীর নাম ভুবনেশ্বরী কুমারী 

একাধিক প্রতিবেদন অনুযায়ী, ভুবনেশ্বরী রাজস্থানের দিওয়ানপুর রাজপরিবারের সদস্য। পেশায় তিনি জুয়েলারি ডিজাইনার

শ্রীশান্তের থেকে বয়সে ৯ বছরের ছোট ভুবনেশ্বরী। তাঁর লাভ স্টোরিও বেশ রোম্যান্টিক

এক জুয়েলারির দোকানে প্রথম দেখা হয় শ্রীশান্ত এবং ভুবনেশ্বরীর। এরপর তাঁরা পরস্পরের প্রেমে পড়েন

বিয়ের আগে প্রায় ৬ বছর সম্পর্কে ছিলেন শ্রীশান্ত এবং ভুবনেশ্বরী

২০১৩ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা

দুই সন্তানের মা ভুবনেশ্বরী। প্রায়শই ছেলে-মেয়ের সঙ্গে নেটমাধ্যমের পাতায় ছবি শেয়ার করেন