By Priyanka Bose
Published May 19, 2023

Hindustan Times
Bangla

শুধু শুভমন নয়, গিল পরিবারের সবাই যেন সিনেমা স্টার! রইল ছবি

ভারতীয় ক্রিকেট টিমের তরুণ সদস্য শুভমন গিল। আইপিএলে গুজরাট টাইটান্স টিমের অংশ।

আইপিএলের এই মরসুমে দারুণ ফর্ম্যাটে আছে শুভমন। তরুণ এই ক্রিকেটারের পরিবারকে চেনেন?

গিলের এক বোন রয়েছে। তাঁর নাম  শাহনীল গিল।

শুভমন গিলের বাবা পেশায় একজন কৃষক। তাঁর বাবার নাম লখবিন্দর সিং। 

শুভমনের বোনও বেশ স্টাইলিশ

শুভমনের ক্রিকেট প্রশিক্ষণের জন্য মোহালিতে পাড়ি দেন লখবিন্দর সিং। মোহালিতেই ক্রিকেট প্রশিক্ষণ নিয়েছেন শুভমন।

শুভমনের মায়ের নাম কিরত গিল। তিনিও বেশ স্টাইলিশ।

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন শুভমন।

মায়ের সঙ্গে শুভমন