By Priyanka Bose
Published 29 May, 2023

Hindustan Times
Bangla

IPL 2023: CSK-র এই চিয়ার লিডার যেন অপ্সরার মতো সুন্দরী, কে এই মলি

আইপিএল এলেই খেলাধুলার সঙ্গে উল্লেখ আসে গ্ল্যামারেরও। ম্যাচ চলাকালীন চিয়ার লিডার্সদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।

চেন্নাই সুপার কিংসের সুপার হট চিয়ার লিডার মলির সঙ্গে পরিচয় করিয়ে দিই-

মলি অত্যন্ত সুন্দরী। বর্তমানে ভারতে রয়েছেন তিনি।

আইপিএল ২০২৩-এ প্রায় প্রতিটা ম্যাচেই চিয়ার লিডার হিসেবে চেন্নাই সুপার কিংসকে সমর্থন করেছেন।

প্রচণ্ড ফিটনেস সচেতন মলি। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায়।

আইপিএল ছাড়াও অন্যান্য ক্রীড়া ইভেন্টে চিয়ার লিডার হিসেবে কাজ করেন মলি।

নেটদুনিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে এই চিয়ার লিডারের ছবি

প্রায়শই সাহসী পোশাকে নেটদুনিয়ার পাতায় ছবি পোস্ট করেন মলি