By Priyanka Bose
Published 1 Jun, 2023

Hindustan Times
Bangla

গ্ল্যামারের ছড়াছড়ি, CSK তারকা ক্রিকেটার-পত্নীদের ছবি দেখে নিন

আইপিএলের ১৬ মরসুমের জয়ী চেন্নাই সুপার কিংস। 

CSK টিমের খেলোয়ারদের পত্নীরাও মাঠে এ দিন ফাইনাল ম্যাচ দেখতে হাজির ছিলেন। 

CSK অধিনায়ক ধোনির স্ত্রী সাক্ষী ধোনি এ দিন মেয়ে জিভাকে নিয়ে মাঠে খেলা দেখতে এসেছিলেন।

CSK তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা শাড়ি পরে ম্যাচ দেখতে এসেছিলেন।

চেন্নাই দলের ফাস্ট বোলার দীপক চাহারের স্ত্রী জয়া ভরদ্বয়াও এ দিন মাঠে খেলা দেখতে হাজির হন

চেন্নাইয়ের তারকা ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের স্ত্রী রাধিকা ধোপাভকর এসেছিলেন এ দিন খেলা দেখতে।

চেন্নাই সুপার কিংসের ওপেনার ডোয়েইন কনওয়ের স্ত্রী কিম ওয়াটসনও খেলা দেখতে হাজির হন।

শিবম দুবের স্ত্রী আঞ্জুম খান হলুদ জার্সি পরে টিমকে সাপোর্ট করেছেন।

চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের বাগদত্তা উৎকর্ষ এ দিন স্টেডিয়ামে পৌঁছেছিলেন।