By Priyanka Bose
Published May 22, 2023
Hindustan Times
Bangla
KKR-তারকা রিঙ্কু সিংয়ের পরিবারে সদস্যরা কে কী করেন, চিনে নিন তাঁদের
আইপিএল ২০২৩-এর ফ্র্যাঞ্চাইজি কেকেআর প্লেয়ার রিঙ্কু সিং। এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন এই তরুণ ক্রিকেটার।
আইপিএল ২০২৩-এ এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছেন রিঙ্কু। রান করেছেন ৪৭৪।
এই মরসুমে রিঙ্কুর স্ট্রাইক রেট ১৪৯.৫৩। এখনও পর্যন্ত মোট ৪টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
আইপিএল ২০২৩-এ রিঙ্কু মোট ৩১টি চার এবং ২৯টি ছক্কা মেরেছেন। তাঁর সাফল্যের পিছনে রয়েছে পরিবারের বড় অবদান।
পরিচয় করিয়ে দিই রিঙ্কু সিংয়ের পরিবারের সঙ্গে-
উত্তরপ্রদেশের আলিগড়ে ১৯৯৭ সালের ১২ অক্টোবর জন্ম ক্রিকেটার রিঙ্কু সিংয়ের।
রিঙ্কর বাবার নাম খানচন্দ্র সিং। তাঁর বাবা পেশায় এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহকারী।
রিঙ্কু সিংয়ের মায়ের নাম বীণা দেবী। যিনি একজন গৃহিণী।
পাঁচ ভাইয়ের মধ্যে তিন নম্বরে রয়েছেন রিঙ্কু সিং। তাঁর ভাইদের নাম সোনু, মুকুল, শীলু এবং জিতু।
রিঙ্কু সিংয়ের বোনের নাম নেহা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন