Hindustan Times
Bangla

CSK-র ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের চেনেন? রইল তাঁদের দারুণ সব ছবি

এমএস ধোনি, আজিঙ্কে রাহানে, শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজার মতো ভারতীয় ক্রিকেটাররা সিএসকে টিমের অংশ

সিএসকে-র ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দিই-

সিএসকে-র অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রীর নাম সাক্ষী

২০০৪ সালের ১০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন ধোনি এবং সাক্ষী। তাঁদের এক কন্যা সন্তানের নাম জিভা

রবীন্দ্র জাদেজার স্ত্রীর নাম রিভারা জাদেজা। তিনি বিজেপির বিধায়ক এবং সুশিক্ষিত

২০১৬ সালের ১৭ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন জাদেজা এবং রিভারা

শিবম দুবের স্ত্রীর নাম অঞ্জুম খান। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক তিনি।

২০২১ সালের ১৬ জুলাই বিয়ে করেন তাঁরা। দম্পতির এক সন্তান আছে।

দীপক চাহারের স্ত্রীর নাম জয়া ভরদ্বাজ

আজিঙ্কে রাহানের স্ত্রীর নাম রাধিকা ধোপাভকর। ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা