By Priyanka Bose
Published 29 Apr, 2023

Hindustan Times
Bangla

KKR-এর বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীর স্ত্রীকে চেনেন? রইল সেরা ১০ ছবি

কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তী। ব্যক্তিগত জীবনের জন্য চর্চায় থাকেন তিনি। 

বরুণ চক্রবর্তীর স্ত্রী নেহা খেদেকরকে চেনেন? 

২০২২ সালের ডিসেম্বরে দীর্ঘ দিনের বান্ধবী নেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ।

গত মরসুমে নাইটদের ম্যাচে বাকি তারকা প্লেয়ারদের সুন্দরী স্ত্রীদের সঙ্গে দেখা গিয়েছে নেহাকেও।

লাইমলাইটের জগত থেকে দূরেই থাকেন বরুণ চক্রবর্তীর স্ত্রী নেহা।

প্রায়শই ইনস্টাগ্রামের পাতায় স্বামা বরুণের সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার করেন নেহা।

এক সন্তানের মা-বাবা নেহা এবং বরুণ।

দীর্ঘ দিন পরস্পরকে ডেট করার পর ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। স্বামীকে উৎসাহ দিতে প্রায়শই স্টেডিয়ামে দেখা মেলে নেহার।