Hindustan Times
Bangla

RCB IPL 2024 Fixtures: আরসিবির প্রথম ৫ ম্যাচের আইপিএল সূচি

আইপিএল ২০২৪-এর প্রথম ১৫ দিনে মোট ৫টি ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আরসিবি তাদের প্রথম ম্যাচ খেলবে চেন্নাইয়ে। পরের ৩টি ম্যাচ খেলবে ঘরের মাঠে। কোহলিরা পঞ্চম ম্যাচ খেলবেন জয়পুরে।

আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ (চেন্নাই, ৭টা ৩০)।

আরসিবি বনাম পঞ্জাব- ২৫ মার্চ (বেঙ্গালুরু, ৭টা ৩০)।

আরসিবি বনাম কলকাতা- ২৯ মার্চ (বেঙ্গালুরু, ৭টা ৩০)।

আরসিবি বনাম লখনউ- ২ এপ্রিল (বেঙ্গালুরু, ৭টা ৩০)।

রাজস্থান বনাম আরসিবি- ৬ এপ্রিল (জয়পুর, ৭টা ৩০)।