Hindustan Times
Bangla

উদয়পুরে ইরা-নূপুরের বিয়ের অদেখা ছবি শেয়ার করলেন মিথিলা, ৫ নম্বর ছবিটা না দেখলে মিস করবেন

১০ জানুয়ারি উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে রাজকীয়ভাবে খ্রিস্টান মতে বিয়ে করলেন আমির-কন্য়া ইরা খান। 

বাবা-মা এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সাক্ষী রেখেই নতুন জীবনে পা রাখেন ইরা খান ও নূপুর শিখরে।

দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রাক বিবাহ, বিবাহ ও রিসেপশনের একাধিক ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছে নব দম্পতির।

উদয়পুরে তিন দিন ব্য়াপী এই বিয়ের অনুষ্ঠানে কোনওরকম খামতি রাখেননি আমির খান। 

উদয়পুরে ইরার জমজমাট বিয়ের অনুষ্ঠানের কিছু অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গায়িকা মিথিলা পালেকর।

মেয়ে ইরা খানের বিয়েতে কিন্তু এলাহি আয়োজন করেছেন আমির।

১৩ জানুয়ারি মুম্বইয়ের বিকেসি জিও সেন্টারে হয়েছে গ্র্যান্ড রিসেপশন।