By Priyanka Bose
Published 4 Feb, 2024

Hindustan Times
Bangla

মধু মাখা মধুচন্দ্রিমা আইরার, ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে এক জিনিস বার বার করলেন নূপুর

বিয়ের পর হানিমুনে বালি উড়ে গিয়েছেন আমির খান কন্যা আইরা খান এবং নূপুর শিখরে। সোশ্যাল মিডিয়ার পাতায় রোম্যান্টিক ছবিও শেয়ার করেছেন নব দম্পতি।

বিদেশে চুটিয়ে ছুটি উপভোগ করছেন তাঁরা। জমিয়ে খাওয়া-দাওয়া করছেন, ঘুরেছেন। আইরা-নূপুরের কাপল গোলস ছবি মনে ধরেছে নেটিজেনদেরও।

মধুচন্দ্রিমা কাটাতে ইন্দোনেশিয়ার বালি বেছে নিয়েছেন আমিরের মেয়ে-জামাই। সেখান থেকে ফিরেও এসেছেন আইরা-নূপুর।

সৈকত ভ্রমণ এবং রোম্যান্টিক পুল ডেট, একাধিক জায়গায় হেডস্ট্যান্ড করেছেন নূপুর।

ছবিগুলি শেয়ার করে আইরা লিখেছেন, 'হানিমুন কেমন চলছে? তোমাকে ভালোবাসি নূপুর'।

আরও লিখেছেন, 'এক মাস, ৪ বছর, জলের নিচে, ভোর ৩টে, উলটো হয়ে, স্কোয়াট, অ্যান্টি-ক্লাইমেটিক, হাই-ক্লাইমেটিক… কোন ব্যাপার না। যতক্ষণ তোমার সঙ্গে রয়েছি'।

আমিরের মেয়ে-জামাই ইন্দোনেশিয়ায় গিয়ে শরীরে জুড়ে নিয়েছেন একটি বিশেষ স্থায়ী চিহ্ন। আইরা তাঁর কলারবোনে একটা কচ্ছপের উলকি করিয়েছেন। আর একইভাবে নূপুরও তাঁর বাইসেপে একটা কচ্ছপের ট্যাটু করিয়েছেন।

আমির কন্যা আইরা বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। ইন্দোনেশিয়ায় একান্তে মধুচন্দ্রিমা কাটানোর নানান মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।