Hindustan Times
Bangla

জন্মবার্ষিকীতে রইল ইরফান খানের সেরা ৫ ছবির তালিকা

প্রতিটি চরিত্রেই নিজেকে প্রমাণ করেছেন নতুন ভাবে। তিনি নিজেই ছিলেন নিজের প্রতিযোগী।

প্রতিটি ছবিতেই তিনি অসামান্য।  ইরফান খানের সেরা ৫ ছবি বেছে নেওয়া খুব একটা সহজ নয়। জন্মবার্ষিকীতে রইল ইরফানের ৫ ছবির তালিকা, যা দর্শকদের মনে দাগ কেটেছে-

পান সিং তোমার

মকবুল

লাইফ অব পাই

দ্য লাঞ্চবক্স

তলোয়ার