Hindustan Times
Bangla

বুকে পেটে মাথায় ব্যথা! সবকিছুকেই গ্যাসের ব্যথা বলে চালিয়ে দেন? আদৌ কি তাই

মাঝে মাঝেই বুকে, পেটে, মাথায় ব্যথা করে। এই সবকটি ব্যথাকেই আমরা গ্যাসের ব্যথা বলি। কিন্তু সত্যি কি এগুলি গ্যাসের ব্যথা?

চিকিৎসকদের কথায়, মাথায় ব্যথা হলে অনেকে ভাবেন গ্যাস মাথায় উঠে গেছে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। এরকম কোন ঘটনা আসলে ঘটে না।

অন্যদিকে বুকে ব্যথা হলে অনেকে ভাবেন গ্যাসের ব্যথা। কিন্তু আসলে সেটি হার্টের রোগও হতে পারে। তাই সঠিক সময় চিকিৎসা করানো জরুরি।

আবার পেটে ব্যথা হলে তা সব সময় গ্যাসের ব্যথা হবে তার কোন মানে নেই।

কোলন বা পাকস্থলীতেও কোন রোগ হয়ে থাকতে পারে। সেটাকে গ্যাসের ব্যথা ভেবে টুক করে গ্যাসের ওষুধ খেয়ে নেবেন না।

ঘনঘন নানা ব্যথার জন্য গ্যাসের ওষুধ খেলে হিতে বিপরীত হতে পারে। বরং চিকিৎসকের পরামর্শ নিলে উপকার পাবেন।