Hindustan Times
Bangla

পড়াশোনায় অমনযোগী আপনার শিশু? মেনে চলুন এই বাস্তু টিপস

আপনার সন্তান যদি ক্রমাগত পড়াশোনায় পিছিয়ে থাকে অথবা পড়ালেখায় তেমন ভালো না হয়, এর কারণ হতে পারে বাস্তুত্রুটি।

বাস্তুত্রুটি দূর হলেই সন্তানদের পাড়ালেখার সমস্যা অনেকটা সমাধান হতে পারে।

বাস্তুশাস্ত্র অনুসারে, শিশুদের সব সময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে পড়তে বসা উচিত। এই দিকে বসে পাঠ করলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়।

শাস্ত্র অনুসারে, বাড়ির পূর্ব বা উত্তর দিকে মুখ করে পাঠ করলে শিশুর মন পড়াশোনায় মগ্ন হতে শুরু করে। পড়া দ্রুত বুঝতে পারে।

খেলার সামগ্রী বা এ জাতীয় কোনও জিনিস স্টাডি রুমে না রাখাই ভালো। এতে শিশুর মনযোগ নষ্ট হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে শিশুদের পড়াশোনার রুম কখনই বাড়ির দক্ষিণ দিকে হওয়া উচিত নয়। এ কারণে শিশুর লেখাপড়ায় নানা বাধার সৃষ্টি হয়।

স্টাডি রুমের উত্তর-পূর্ব দিকে মা সরস্বতীর ছবি বা মূর্তি লাগাতে ভুলবেন না। ভুল করেও এ ঘরে কোনও হিংসাত্মক ছবি রাখবেন না।

বাস্তু মতে স্টাডি টেবিল কখনও দেওয়ালে ঘেঁষে রাখা উচিত নয়। একটি ক্রিস্টাল পিরামিড বা গ্লোব স্টাডি টেবিলে রাখতে হবে।

শিশুদের স্টাডি রুমের রং হলুদ, সাদা বা বেইজ হওয়া উচিত। এছাড়া স্টাডি টেবিলের রং হতে হবে ক্রিম বা হালকা রঙের।

বাচ্চাদের লেখাপড়ার জন্য সকালের সময়টা সবচেয়ে ভালো। এই সময় পড়া জিনিসগুলি শিশুরা অনেকক্ষণ মনে রাখে।

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য বিশ্বাসের আগে উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।