By Tulika Samadder
Published 19 Sep, 2023

Hindustan Times
Bangla

আর্থিক কষ্টে ভুগছে আপনার পরিবার? ঘড়ি লাগান বাড়ির এই স্থানে

বাস্তুশাস্ত্রে দশ দিকের বিশেষ গুরুত্ব। বাস্তু মতে, বাড়ির ছোটবড়় প্রতিটা জিনিস রাখারই নির্দিষ্ট দিক রয়েছে। আর তা মেনে চললে সংসারে আসে শান্তি, সুখ, অর্থ।

বাস্তু মতে, ঘড়িকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভুল দিকে ঘড়ি রাখা থাকলে তা আপনার জীবনে খারাপ সময় নিয়ে আসতে পারে।  

চলুন জেনে নেওয়া যাক বাড়িতে ঘড়ি লাগানোর কিছু নিয়ম কানুন-

বাস্তু মতে, ঘড়ি বসানোর জন্য বাড়ির পূর্ব দিককে সেরা হিসেবে মনে করা হয়। 

তবে কখনোই দক্ষিণ দিকে লাগাবেন না ঘড়ি। এটিকে বাস্তুদোষ হিসেবে ধরা হয়।  

বাস্তু বলছে, দক্ষিণ দিকে লাগানো ঘড়ি দুর্ভাগ্য ও দুঃখের কারণ হতে পারে। 

দরজার উপরে রাখা ঘড়িও বাস্তু ত্রুটির কারণ হতে পারে।

বৃত্তাকার আকারের ঘড়ি সবচেয়ে শুভ বলে মনে করা হয়। চাইলে বর্গক্ষেত্র হা আয়েতক্ষেত্রাকার ঘড়িও স্থাপন করতে পারেন ঘরে। 

খারাপ ঘড়ি কখনোই দেওয়ালে ঝুলিয়ে রাখবেন না। বাস্তুমতে, বন্ধ ঘড়িও দুর্ভাগ্য বয়ে আনে।