Hindustan Times
Bangla

আম্বানি পরিবারের আরও এক সদস্য এবার রিলায়েন্স গ্রুপের আরও এক গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। খবরে এলেন ইশা আম্বানি।

জানা গিয়েছে, জিও ফিনান্সিয়ালের নন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে বসছেন ইশা। একথা জানিয়েছে সংস্থা।

সদ্য জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের ডিমার্চ ও লিস্টিং হয়েছে। রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট লিমিটেডের আওতায়  সংস্থা তার ফনান্সিয়াল সার্ভিসকে নিয়ে আসছে।

প্রাক্তন ক্যাগ রাজীব মেহরিশিও স্বাধীন ডিরেক্টর হিসাবে আরএসআইএল-এ নিযুক্ত হয়েছেন। 

জানা যাচ্ছে রিলায়েন্স ফিনান্সের থেকে ধীরে ধীরে সংস্থা বীমা, পেমেন্ট , ডিজিটাল ব্রোকিং,  অ্যাসেট ম্যানেজমেন্টের দিকে যাবে।

মূলধনের দিক থেকে এই সংস্থা ভারতের পঞ্চম সর্ববৃহৎ ফিনান্সার হতে চলেছে। 

জানা যাচ্ছে ইশার ডিরেক্টর পদে থাকা এই সংস্থা এবার সরাসরি পেটিএম, বাজাজ ফিনান্সের মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামবে।

প্রথমেই খাওয়াদাওয়ায় নজর দিন। ময়দা, ভাত, চিনি একেবারে এড়িয়ে চলুন। তার বদলে খোসা-ভুশিসমেত আটার রুটি, খোসাসহ ডাল, ছাতু, ওটস খান। 

সব মিলিয়ে ইশার এই নয়া পথ চলা কতটা মসৃণ হয়, সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।