By Priyanka Bose
Published 21 Nov, 2023

Hindustan Times
Bangla

আম্বানির পার্টিতে রঙিন মেজাজে ওরি, এই সেলেবদেরও চেনেন তিনি

ইশা আম্বানির যমজ সন্তানের জন্মদিন পার্টিতে ওরি। পার্টির অন্দরের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। 

বলিউড তারকাদের খুব পছন্দের একজন মানুষ ওরি। 

এ দিন ক্যাটরিনা কাইফ, শানায়া কাপুর, অর্পিতা খান সহ বলিউডের একাধিক সেলেবের সঙ্গে ছবি পোস্ট করেছেন ওরি। 

পার্টিতে রাধিকা মার্চেন্টের সঙ্গে ওরি।

সলমন খানের বোন অর্পিতা খানের সঙ্গে ওরি।

হার্দিক পাণ্ডে, ক্রুণাল পাণ্ডের সঙ্গে ওরি।

শ্লোকা মেহেতার সঙ্গে ওরি।