By Priyanka Bose
Published 4 Sep, 2023

Hindustan Times
Bangla

ইশান কিষাণের পাশের ওই মেয়েটিকে চেনেন? এই ‘প্রেমিকা’র পরিচয় জানতেই হবে

ক্রিকেটার ইশান কিষাণের চর্চিত গার্লফ্রেন্ড অদিতি হুন্ডিয়া।

ইশান কিষাণের দুর্দান্ত ব্যাটিংয়ের মতোই তাঁর বান্ধবীও সর্বত্র প্রশংসিত। ফ্যাশন সিটিতে একটি বিখ্যাত মুখ অদিতি।

পোল্যান্ডে মিস সুপারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অদিতি। ২০১৬ সালে ‘এলিট মিস রাজস্থান’এ রানার্স আপ হয়েছিলেন

মডেলিং কেরিয়ারে নিজের দক্ষতা প্রকাশ করার জন্য কঠোর পরিশ্রম করেছেন অদিতি হুন্ডিয়া। 

২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালিস্টও ছিলেন অদিতি।  যে কোনও বলি অভিনেত্রীকে টক্কর দেবেন ইশানের সুন্দরী বান্ধবী

বিশ্ব ফ্যাশন ওয়ার্ল্ডে এবং গ্ল্যামার জগতে খুবই পরিচিত মুখ অদিতি। ২০১৮ সালে মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া খেতাব জিতে হইহই কাণ্ড ফেলে দিয়েছিলেন তিনি।