By Sanjib Halder
Published 27 Dec, 2024
Hindustan Times
Bangla
টানা পাঁচ হারের পর মহমেডানের স্বস্তির ড্র।
ওড়িশাকে আটকে দিল সাদা-কালো ব্রিগেড।
এদিনের মহমেডান বনাম ওড়িশা ম্যাচ শেষ হল গোলশূন্য ভাবে।
এই জয়ের ফলে এক পয়েন্ট ঘরে তুলল মহমেডান।
এদিন জয় পেতে পারত চেরনিশভের দল।
শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হল মহমেডানকে।
এক পয়েন্ট পেয়েও লিগ টেবিলে উন্নতি হল না মহমেডানের।
১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বছর শেষ করল মহমেডান।
এর ফলে ‘লাস্ট বয়’ হয়েই নতুন বছরে পা রাখবে রইল মহমেডান।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন