By Priyanka Bose
Published 30 Apr, 2023

Hindustan Times
Bangla

এর নাম নাকি ট্রাইবাল-সাজ! জ্যাকলিনের নতুন লুকে চোখ ধাঁধিয়েছে নেটিজেনদের

নতুন ফটোশ্য়ুটে মন মাতালেন জ্যাকলিন ফার্নান্ডেজ ৷ লেটেস্ট ফটোশ্য়ুটে জ্যাকলিনের দেখা মিলল একেবারে  অন্যরকম সাজে ৷

ফিল্মফেয়ারের মঞ্চে এই পোশাকে ধরা দেন জ্যাকলিন

এই পোশাকে গানে নাচ পারফর্মও করেন জ্যাকলিন

রেড কার্পেটে জ্যাকলিনের উপজাতি-অনুপ্রাণিত এই লুকে মনে ধরেছে নেটিজেনদের

জ্যাকলিনের অসাধারণ আনুষঙ্গিক অলঙ্কার সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। 

পায়ে পালক, বড় হেডগিয়ার, একাধিক টেক্সচার এবং প্যাটার্ন সমন্বিত অলঙ্কার এবং হাতে বহন করা বড় অস্ত্রটি তাঁর বন্য লুকে উপজাতীয় শক্তির একটি অতিরিক্ত স্পর্শ যোগ করেছে।

নিখুঁত মেকআপে আরও উজ্জ্বল লুকে ধরা দিয়েছেন নায়িকা 

জ্যাকলিন এই লুকে ইনস্টাগ্রামের পাতায় ছবি শেয়ার করতেই নেটমাধ্যমে প্রশংসার বন্যা