সৌরভের সঙ্গে বিয়ের তিন বছর পার, আচমকা বেবি বাম্পের ছবি দিলেন ত্বরিতা! কবে মা হচ্ছেন?
টেলিপাড়ার অন্যতম মিষ্টি দম্পতি সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ত্বরিতা চট্টাপোধ্যায়। দুজনেই টেলিভিশনের পরিচিত মুখ
২০২১ সালের ১৫ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন দুজনে। সদ্যই তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন দুজনে। সোশ্যালে আমচাই বেবি বাম্পের ছবি দিলেন অভিনেত্রী
শুধু বেবি বাম্পের ছবি দিয়েই ক্ষান্ত থাকেননি, জানিয়েছেন ডেলিভারির তারিখও! না, ঘাবড়ে যাবেন না। বাস্তবে মা হচ্ছেন না ত্বরিতা
শ্যুটিংয়ের ফাঁকে নিজের নকল স্ফীতোদরের ছবি তোলেন ত্বরিতা, সঙ্গী তাঁর সেটের সহকর্মীরা। ক্যাপশনে লেখেন, 'আজ তিন জনের ডেলিভারি', সঙ্গে হাসির ইমোজি জুড়ে দেন
এই মুহূর্তে জগদ্ধাত্রী সিরিয়ালে প্রীতির চরিত্রে অভিনয় করছেন ত্বরিতা। ব্লুজ প্রোডাকশনের ঘরের মেয়ে তিনি।
অভিনেত্রী হওয়ার পাশাপাশি ত্বরিতা একজন ডায়াটিশিয়ানও
সৌরভ-ত্বরিতা দুজনে মিলে একটি পকেট ফ্রেন্ডলি ক্যাফেও খুলেছেন কলকাতায়