By Priyanka Bose
Published 18 Sep, 2023

Hindustan Times
Bangla

'জেলর'-এর সাক্সেস পার্টিতে ব্ল্যাক লেডি তামান্না! নায়িকাকে দেখে মূহূর্তে থমকে গেল সময়

বক্স অফিসে কাঁপিয়ে ব্যবসা করেছে রজনীকান্ত এবং তামান্না ভাটিয়া অভিনীত 'জেলর'।

ছবির সাক্সেস পার্টিতে কালো পোশাকে গ্ল্যামারাস লুকে ধরা দেন অভিনেত্রী।

কালো বডিকন লং ড্রেসের সঙ্গে গোল্ডেন রঙের ঝোলা কানের দুল পরেছেন অভিনেত্রী 

ফ্যাশন ডিজাইনার হাউস Schiaparelli এবং ALAIA থেকে এই কালো পোশাক বেছে নিয়েছেন অভিনেত্রী

টার্টেল নেক এই পোশাকে তামান্নার থেকে চোখ সরছে না ভক্তদের

অভিনেত্রীর ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা

এ দিন পোশাকের সঙ্গে নিখুঁত মেকআপে ধরা দিয়েছেন অভিনেত্রী