Hindustan Times
Bangla

মোহনবাগানের সুবিধা করে দিল জামশেদপুর এফসি

এফসি গোয়াকে ৩-১ গোলে হারিয়ে দিল জামশেদপুর 

খালিদ জামিলের দল উঠে এল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে

জামশেদপুরের হয়ে দুটি গোল করেন স্প্যানিশ সিভেরিও

খালিদ জামিলের দলের হয়ে অপর গোলটি করেন লেজার সির্কোভিচ

এফসি গোয়ার হয়ে একমাত্র গোলটি করেন আয়ুষ ছেত্রী

মোহনবাগানের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৩

জামশেদপুর ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট, এফসি গোয়া ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট