By Priyanka Bose
Published 27 Jun, 2023
Hindustan Times
Bangla
ত্বকের রং উজ্জ্বল করতে, ব্রণের সমস্যা থেকে মুক্তি চান? বানিয়ে ফেলুন জামের বীজ দিয়ে ফেসপ্যাক
ব্রণ, ফুসকুড়ি-র সমস্যা থেকে মুক্তি পেতে কালো জামের বীজ বেশ উপকারি।
জামের বীজে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ত্বক সংক্রান্ত সমস্ত সমস্যা দূর করতে সহায়তা করে।
জেনে নেওয়া যাক কীভাবে ব্রণ এবং ত্বকের সমস্যা দূর করতে জামের বীজ উপকারি-
১ চা চামচ জামের বীজের গুঁড়োর সঙ্গে ১ চা চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন।
এই ফেসপ্যাকটি মুখে লাগিয়ে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি মুখের ত্বকের রঙ উজ্জ্বল করবে।
১ চা চামচ জামের বীজের গুঁড়োর সঙ্গে গোলাপ জল বা দুধের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। মুখ এবং ঘাড়ে ১৫ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
জামের বীজ থেকে তৈরি ফেসপ্যাক নিয়মিত মুখে ব্যবহারের ফলে মুখের ব্রণ, বলিরেখা, হাইপার পিগমেনটেশনের সমস্যা দূর হয়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন