By Subhasmita Kanji
Published 7 Jul, 2023

Hindustan Times
Bangla

জাহ্নবী কাপুরের মতো শাড়িতে সুপার হট লুক পেতে চান? কিন্তু ম্যাচিং ব্লাউজ নেই, তাহলে ব্লাউজ বানানোর জন্য পছন্দসই ডিজাইন খুঁজছেন? বাছুন এগুলো। 

জাহ্নবী কাপুর বলিউডের অন্যতম সেরা ফ্যাশনিস্তা। তিনি যাই পরেন না কেন সেটাতেই তাঁকে দুর্দান্ত লাগে। তবে এথনিক আউটফিটে নজর কাড়েন একটু বেশিই! 

শাড়ি হোক বা লেহেঙ্গা যাই পরুন না কেন শ্রীদেবী কন্যা তাতেই তাঁর ব্লাউজের ডিজাইন যেন আলাদা মাত্রা যোগ করে। গর্জিয়াস লুকে ঘুম ওড়ান তিনি সবার। 

ডিপ নেকলাইন দেওয়া U কাট ব্লাউজ বানাতে পারেন। ট্র্যাডিশনাল অথচ নজরকাড়া লুক পাবেন এতে। 

তাঁর এই পার্ল ড্রপ ব্লাউজ কিন্তু নজর কাড়তে বাধ্য সবার। বিভিন্ন সাইজের মুক্ত দিয়ে বানানো এই ব্লাউজ আপনার পোশাকে আলাদা রকম সৌন্দর্য যোগ করবে। 

একটু হাটকে সাজার জন্য তাঁর এই সাজকে বেছে নিতেই পারেন। অফ শোল্ডার শিমারি ব্লাউজ আপনার শাড়ি লুককে আরও হট করে তুলবে। 

হলটর নেক ডিজাইনের ব্লাউজ কিন্তু তালিকায় অবশ্যই রাখা চাই। শিফন শাড়ির সঙ্গে বোল্ড লুক পেতে চাইলে এটা ডিজাইন বেছে নিতে পারেন। 

আজকাল স্ট্র্যাপি ব্লাউজ খুব চলছে। সরু স্ট্র্যাপের এই ব্লাউজ আপনার ফিগারকে যেন রিডিফাইন করবে। বাড়িয়ে তুলবে ওভার অল সৌন্দর্য।