By Priyanka Bose
Published 6 Sep, 2023

Hindustan Times
Bangla

ছবিতে ১৭ বার কৃষ্ণ হয়েছিলেন এই অভিনেতা, আর কারা অভিনয় করেছেন কৃষ্ণের চরিত্রে

প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়। 

অনেক অভিনেতা আছেন যারা রুপোলি পর্দায় কৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন। কৃষ্ণের লুকেও এই অভিনেতারা প্রশংসিত হয়েছেন। দেখা যাক-

ওহ মাই গড- ছবিতে কৃষ্ণের অবতারে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। ছবিটি সুপারহিট হয়েছিল।

ড্রিম গার্ল- ছবির একটি গানে আয়ুষ্মান খুরানাকেও কৃষ্ণের চরিত্রে দেখা গিয়েছে।

লগন- ছবির একটি গানে আমির খানকে কানহার চরিত্রে নাচতে দেখা গিয়েছে। এই ছবিটিও ব্লকবাস্টার হিট হয়।

দক্ষিণের প্রবীণ অভিনেতা এনটি রামা রাও পর্দায় কৃষ্ণা চরিত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন। এনটিআর ১৭টি ছবিতে কৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে বেশির ভাগ ছবিই হিট হয়েছে।